পেকুয়া সংবাদদাতা :

পেকুয়ায় নবগঠিত উপজেলা যুবদলের ১ম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১১মে) দুপুর ৩টায় পেকুয়া বাজার সমবায় কমিউনিটি হল রুমে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সভাপতি জেড.এম মুসলেম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুটের পরিচালনায় উক্ত সভার উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল। প্রধান অতিথির বক্তব্য রাখের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইকবাল হোছাইন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী।

বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সি:সহসভাপতি মাহাবুব আলম, সহসভাপতি আসিফ খালেদ, আরিফুল ইসলাম বিটু, জয়নাল আবদীন, জালাল উদ্দিন, মাহামুদুল করিম,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদীন, যুগ্ন-সম্পাদক ইয়াসির আরাফাত, সাজ্জাদ নুর, এনামুল হক, সহসম্পাদক আসাদ রুবেল, বেলাল উদ্দিন, নুরুল হোছাইন, গিয়াস উদ্দিন খোকা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, যুবদল নেতা হেলাল উদ্দিন, ফজল করিম, মো: রিদুয়ান, কামাল হোসেন, দিদারুল ইসলামসহ উপজেলার নেতৃবৃন্দরা।