আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) :

কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৩৬ ক্যান বিয়ার এবং ১৬ পিস বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৭ টেকনাফ ক্যা¤প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ পৌরসভা উত্তর জালিয়াপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে মাদক ক্রয়-বিক্রয় করিতেছে । এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল স্কোয়াড্রন লিডার মোঃ রেজাউল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওইসব বিয়ার ও মদসহ টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৮), চৌধুরী পাড়া এলাকার মৃত আলী জোহারের ছেলে মোঃ শামসুল আলম (৪৯), সদর ইউনিয়নের শিলবনিয়া পাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবুল কালাম প্রকাশ কালাইয়া (৩০) আটক করা হয়।

কক্সবাজার ক্যা¤েপর কো¤পানী কমান্ডার মেজর রুহুল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান,মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।