নিউজ ডেস্ক:
কুড়িগ্রাম-৩ (উলিপুর) অাসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বিষয়টি তার পারিবারিক সূত্র সফিকুল ইসলাম দারা বিষয়টি নিশ্চিত করেছেন।
মাঈদুল ইসলাম ১৯৪০ সালের ২৯ মে আসামের কোকড়াডাঙ্গার সুখেরচরে তার নানাবাড়ি জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসন থেকে তিনি জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন।
তার পিতা মরহুম আবুল কাসেম ছিলেন পাকিস্তান আন্দোলনের সক্রিয় নেতা, পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য এবং পাকিস্তান জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।