সিবিএন : কক্সবাজার-চট্টগ্রাম সড়কের রামু ডিগ্রী কলেজের সামনে সোহাগ-হানিফ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মারাত্মকভাবে আহত কক্সবাজার সিটি কলেজের ছাত্র আরফাতকে দেখতে গেলেন কক্সবাজার সিটি কলেজ অধ্যক্ষ ক্য থিং অং । গতকাল ১০মে রাতে কক্সবাজার সদর হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অাবু মোহাম্মদ জাফর সাদেক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক আকতার চৌধুরী । অধ্যক্ষ তার চিকিৎসার খোজ খবর নেন। তার সুচিকিৎসার জন্য হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেন।

উল্লেখ্য , সিটি কলেজ ছাত্র আরফাত গত ৮মে কলেজের এইসএসসি ১ম বর্ষের পরীক্ষা দিয়ে বাড়ি মালুমঘাট যাওয়ার পথে রামুতে সড়ক দুর্ঘটনায় পতিত হন। এতে গাড়ির কাঁচ ঢুকে গলা কেটে গিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয় । হাতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয় ।  তাকে কলেজ শিক্ষক , ছাত্র ও সেচ্ছ্বাসেবী সংগঠনগুলো রক্ত প্রদান করে।