
পেকুয়ায় বেপরোয়া গতির একটি টমটম অটোরিকশা উল্টে প্রাণ হারিয়েছে মোঃ সামির নামের ৬মাস বয়সী এক শিশু। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহোদর মোঃ আবিদ (২) ও তাদের মা শাহেদা বেগম (৩২)।
বুধবার (৯মে) রাত ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু সামির একই এলাকার সমদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেনাকাটা সেরে পেকুয়া বাজার থেকে দুই শিশুপুত্রকে নিয়ে টমটম যোগে বাড়ী ফিরছিলেন শাহেদা বেগম। বাইন্যাঘোনা এলাকায় পৌঁছালে তাদের বহনকৃত টমটম অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পাথরের একটি স্তুপে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে গাড়ীটির চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। পরে আহত মা-ছেলেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, চালক পালিয়ে গেলেও ঘাতক গাড়িটি পুলিশি হেফাজতে রয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।