সিবিএন:
কক্সবাজার শহরের লিংক রোড এলাকা থেকে প্রায় ৯৮৫০ টি ইয়াবাসহ সাতজনকে আটক করেছে র্যাব।
বুধবার (৯ মে) ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউপির লিংকরোড অভিযানের তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উখিয়ার থ্যাংখালী এলাকার মো. নাসির উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার (২৫), চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকার মো. নুরুল ইসলামের ছেল মো. আব্বাস আলী (২৮), উখিয়ার থ্যাংখালী এলাকার মো. জসিম উদ্দিনের স্ত্রী রশিদা বেগম (৪২), মৃত গোলাম কাদেরের ছেলে জসিম উদ্দিন (৪৫), কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে অলি আহমদ (৫৫), অলি আহমদের ছেলে নুর মোহাম্মদ (২০) এবং চকরিয়ার বড় ভেওলা এলাকার মৃত হাজী কল্যা মিয়ার ছেলে মো. বদরুদ্দোজা (৫৫)।
এরা সবাই মাদক ব্যবসায়ী বলে দাবী করেছেন র্যাব-৭ কমান্ডার মেজর মো. রুহুল আমিন।
তিনি বলেন, গোপন সংবাদে অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।
৯৮৫০ টি ইয়াবাসহ আটক ৭
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে