ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
মহেশখালীতে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান অাদালতে এক মাদক সেবী যুবককে ০৩(তিন)মাসের বিনাশ্রম কারাদণ্ডের অাদেশ দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুল কালাম গতকাল ৮ মে এ অাদেশ দেন। সাজা প্রাপ্ত যুবকের নাম মুজিব মিয়া (২৭)। সে মহেশখালী পৌরসভার সিকদার পাড়া গ্রামের ইসলাম মিয়ার পুত্রস
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, থানার এ,এস,অাই জুয়েল গতকাল ৮ মে সঙ্গীয় পুলিশসহ মাদকের অাস্তানায় অভিযান চালিয়ে গোরক সিকদার পাড়ার মুজিব মিয়া (২৭)পিতা ইসলাম মিয়াকে, মাদক সেবন কালিন গ্রেপ্তার করে চালান দেয়। এসময় উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান অাদালতের মাধ্যমে অাসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইন ১৯৯০ এর ২৬ ধারায় ০৩(তিন)মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরণ করেন।