প্রেস বিজ্ঞপ্তি :
সদ্য প্রকাশিত দাখিল পরিক্ষার ফলাফলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী রওজতুন্নবী (সা:) দাখিল মাদ্রাসা উপজেলার শীর্ষে রয়েছে বলে জানা গেছে। এ চমকপ্রদ ফলাফলে মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত।
মাদ্রাসার সুপার মাওঃ ছিদ্দিক আহমদ জানান, এবারের দাখিল পরিক্ষার্থী ছিল ৩৯ জন। তম্মধ্যে ১ জন অনুপস্থিত ছিল। ৩৮ জনের মধ্যে ২ জন ‘এ’, ১৬ জন ‘এ মাইনাস’, ৯ জন ‘বি’, ৪ জন ‘সি’ গ্রেড পেয়েছে। পাশের হার ৮১.৫৮। যা টেকনাফ উপজেলায় সর্বোচ্চ। তিনি আরও জানান, ১৯৯৬ সালে প্রতিষ্টিত এ মাদ্রাসাটি এলাকার এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপির বদান্যতায় পরিচালনা কমিটির সভাপতি হারুনর রশিদ সিকদারের আন্তরিকতা এবং নিবীড় তদারকি ও কর্মরত শিক্ষকগণের প্রচেষ্টায় ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আমি এ ফলাফলে মহান আল্লাহু তা’য়ালার শুকরিয়া, মাননীয় এমপি, কমিটির সভাপতি, সকল সদস্য, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।