প্রেস বিজ্ঞপ্তি  :
আগামী ৮ ও ৯ মে, ২৫ ও ২৬ বৈশাখ কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৮ তম জন্মতিথি উপলক্ষ্যে জন্ম জয়ন্তী উৎসব যৌথ ভাবে পালন করতে যাছে সম্মিলিত সাংস্কৃতিক জোট  কক্সবাজার ও সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার। ইতিমধ্যে কক্সবাজার সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সংগঠনের শিল্পী বৃন্দের সমন্বয়ে মহড়া সম্পন্ন। এছাড়া ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জোট কর্মকর্তারা। জোট নেতৃবৃন্দ জানিয়েছে এবারের এই আয়োজন অতীতের চেয়ে অনেক বেশি আড়ম্বরপূর্ণ। স্থানীয় শিল্পীদের পাশাপাশি এবারে অংশগ্রহণ করবে ঢাকা চট্টগ্রামের বিশিষ্ট শিল্পী বৃন্দ। কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত উৎসবে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম এবং সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক পিন্টু আরেং।