জয়নুল আবেদীন : টেকনাফের সেন্টমার্টিনে বঙ্গোপসাগর থেকে ১৪ লাখ পিস ইয়াবা আটক। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেন্ট মার্টিন বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিনের পশ্চিম পাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ইয়াবার এই বড় চালানটি আটক করেন৷এ সময় পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সুভাশীষ বলেন, সোমবার মিয়ানমার থেকে একটি বড় চালান ইয়াবার বাংলাদেশে ঢুকতে পারে- এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অভিযান চালান। পরে পানিতে ভাসমান কিছু বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতরে ১৪ লাখ ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ৭০ কোটি টাকা।

এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাগুলো থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।