মো: ফারুক ,পেকুয়া :

পেকুয়ায় আনছার উদ্দিন (৪২) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন(র‌্যাব)। ৭ মে বিকেল ৫ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে স্থানীয় জানিয়েছে। তিনি বামুলাপাড়া এলাকার আহমদ ছফার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে নিয়ে রাজাখালী বামুলাপাড়াস্থ বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান চলাচ্ছে বলে র‌্যাব থেকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে ১০/১২টি মামলা চলমান রয়েছে এবং সদ্য জেল থেকে বের হয়েছেন।