হারুনর রশিদ, মহেশখালী:
মহেশখালী উপজেলার গোরকঘাটা জেটিঘাট এলাকা থেকে আব্দুল মজিদ নামের এক ইয়াবা কারবারিকে ১০ হাজার ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক যুবক চকরিয়া উপজেলার হারবাং এলাকার নুরুল ইসলামের ছেলে। আজ সোমবার বেলা ২টার সময় মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এএসআই জুয়েল, এএসআই মিটুন ভৌমিক, কনষ্টেবল রুবেল চমর্মাসহ একদল পুলিশ।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান,  মাদকের বিরুদ্ধে মহেশখালী থানার পুলিশ জিরো টলারেন্স ভুমিকায় রয়েছে। কোন মতেই মহেশখালী দিয়ে ইয়াবার চালান দেশের অন্যান্য অঞ্চলে পাচার হতে দেয়া যাবে না।

সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল রতন কুমার দাশ গুপ্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার পুলিশ অভিযান চালিয়ে ৩০লক্ষ টাকার ইয়াবাসহ হাতে নাতে আব্দুল মজিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত আব্দুল মজিদের দেয়া তথ্যমতে সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত আছে।