বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি’র নির্বচক প্যানেল সদস্য হাবিবুল বাশার সুমন ৪ মে শুক্রবার বাংলাদেশের প্রথম ফিস একুরিয়াম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শন করেন। তিনি রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এ পৌঁছালে ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুর রহমান চৌধুরী ও জিএম কাজী নিজামুল ইসলাম অভ্যর্থনা জানান। এসময় দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তাঁর সাথে ছিলেন।
ক্রিকেটার হাবিুল বাশার ঘুরে গেলেন রেডিয়েন্ট ফিসওয়ার্ল্ড
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে