প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সহ-সভাপতি, কক্সবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান কন্ট্রাক্টরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার জেলা যুবলীগ। এক শোক বার্তায় জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এছাড়া রামু উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, কক্সবাজার পৌর যুবলীগের আহবায়ক সোয়েব ইফতেখার চৌধুরী, যুগ্ম আহবায়ক ডালিম বড়ুয়া, আসাদ উল্লাহ, শাহেদ মোঃ এমরান, সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, চকরিয়া যুবলীগ সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক কাউছার উদ্দিন কচির, উখিয়া যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, টেকনাফ যুবলীগ সভাপতি, নুরুল আলম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান, পেকুয়া যুবলীগের সভাপতি, কক্সবাজার জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, মহেশখালী যুবলীগ আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক এডভোকেট শেখ কামাল, সেলিম উল্লাহ, কুতুবদিয়া যুবলীগ আহবায়ক আবু জাফর ছিদ্দিক, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, আরিফুল ইসলাম, চকরিয়া পৌর যুবলীগ সভাপতি হাছানগীর হোসেন, সাধারন সম্পাদক আজিজুল ইসলাম সোহেল প্রমুখ নেতৃবৃন্দ কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, কক্সবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান কন্ট্রাক্টরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।