প্রেস বিজ্ঞপ্তি:
সদ্য প্রয়াত সহ-সভাপতি সিরাজুল হকের স্মরণে মিলাদ মাহফিল করেছে কক্সবাজার জেলা বিএনপি। শুক্রবার (৪ মে) ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এই মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, যুগ্ম সম্পাদক আকতারুল আলম, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহামদ ও আতাউল্লাহ বোখারী, সহ-দপ্তর এড. হাসান ছিদ্দিকী, রামু উপজেলা বিএনপির সভাপতি সাইফুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দীন জিসান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন মনির, কক্সবাজার পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম আইন কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুল আলম, কক্সবাজার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদু সিকদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

মিলাদ মাহফিলে মোনাজাত মাহফিল পরিচালনা করেন মৌলানা রাশেদুল হক। মিলাদ মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জেলা, পৌরসভা ও সদরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।