আবদুর রাজ্জাক,কক্সবাজার :
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সাবেক ফরিদ মেম্বারকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কাজে বাধা দেয়ার ঘটনায় বৃহস্পতিবার (০৩ মে) গভীর রাত্রে মহেশখালী থানা পুলিশ কুতুবজোম থেকে আটক করেছে। তার বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।অভিযোগ রয়েছে অনৈতিকভাবে চাদার দাবীতে কুতুবজোমে সরকারী কাজে বাধা প্রদানসহ প্রকল্পের কাজের শ্রমিকদেরকে মারধর করত এই ফরিদ।এমন অভিযোগের ভিত্তিতে সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ তাকে আটক করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে,তার বিরুদ্ধে মহেশখালী থানায় ১২/২০১৪ নং (মানবপাচার) মামলা ও চকরিয়া থানায় ১৯/২০১১ নং মামলা (চকরিয়ায় ডাকাতি) মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।