মো. রেজাউল করিম, ঈদগাঁও:
কক্সবাজার ঈদগাঁও সাংগঠনিক উপজেলায় ইউনিয়ন ভিত্তিক টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে।
ঈদগাহ হাইস্কুল মাঠে সপ্তাহ ব্যাপী এ টূর্ণামেন্টের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লেঃ কঃ (অবঃ) ফোরকান আহমদ।
উদ্বোধক ছিলেন জেলা পরিষদের ১০নং ওয়ার্ড সদস্য মাহমুদুল করিম মাদু। কবুতর উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়।
জেলা পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ডাঃ সাইফুদ্দীন ফরাজী, জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক ডাঃ এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, ইউনিটির প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ ইবরাহীম, ছাত্রলীগ নেতা ইরফানুল করিম, আবু হেনা বিশাদ, আয়োজক সংস্থার সভাপতি রফিকুল ইসলাম (রফিক) প্রমুখ।
বৃহত্তর ঈদগাঁও ক্রীড়া সংস্থা আয়োজিত এ টূর্ণামেন্টে ৭টি নক আউট ম্যাচ অনুষ্ঠিত হবে। ১ম ম্যাচে ১৩৭ রানের টার্গেট নিয়ে ১৫ রানে জয় নেয় জালালাবাদ কিংস। ২য় ম্যাচে ১৩ রানে প্রতিপক্ষ ঈদগড়ের বিপক্ষে জয় পায় খুটাখালী। টূর্ণামেন্টের তত্ত্বাবধানে ছিলেন আহবায়ক সহিদুল ইসলাম (সহিদ)।