তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম :

চট্টগ্রামে নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়া হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ‘মহানগরের বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বৃহস্পতিবার (৩ মে) দুপুরে সানশাইন স্কুলের সামনে মানববন্ধনে অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান বক্তব্য রাখেন। তিনি বলেন, তাসফিয়ার মতো করুণ মৃত্যু যেন আর কারো না হয়। এ জন্য মা-বাবা, শিক্ষক ও শিক্ষার্থীদের অতি সচেতন হতে হবে। সন্তানদের রীতিমতো কাউন্সিলিং করতে হবে। স্কুল ছুটির পর সন্তানরা সময়মতো বাসায় পৌঁছে কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে। বাসায়ও ছেলে মেয়েরা ঠিকমতো লেখা পড়া করছে কিনা সেদিকেও নজর দিতে হবে।

এদিকে বৃহস্পতিবার তাসফিয়ার বয়ফ্রেন্ড আদনান মির্জাকে ১ নং আসামি করে ৬জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে নগরের পতেঙ্গা থানায় এ মামলায় দায়ের করেন। বুধবার (০২ মে) সকালে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটের পাথরের ওপর থেকে সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। পরে একই দিন সন্ধ্যায় নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে (১৬) আটক করে। আটক আদনান মির্জা বাংলাদেশ ‍এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ব্যবসায়ী ইস্কান্দার মির্জার ছেলে।