সংবাদ বিজ্ঞপ্তি:
চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে এক সভা চট্টগ্রামস্থ মেরীট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রাক্তন ছাত্র রুস্তম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দরা হলেন; আহবায়ক রুস্তম শাহরিয়ার, যুগ্ম আহবায়ক যথাক্রমে এম হামিদ হোছাইন, অংক্যজাই রাখাইন, মাহবুবুর রহমান চৌধুরী, অলিদুল আজিম, মনজুর আলম, আবুল হাশেম ও সাইফুল কবির চৌধুরী, সদস্য সচিব এস.এম নুরুন্নবী, সম্মানিত সদস্য যথাক্রমে প্রীতি কুসুম বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ,নেজাম উদ্দিন, এম আইয়ুব আলী, শামসুল আলম, জয়প্রিয় বড়ুয়া, মল্লিকা বড়ুয়া, মোহাম্মদ রিদুয়ান, সুদত্ত বড়ুয়া, আহসান উল্লাহ, বখতিয়ার উদ্দিন রুবায়েত, শাহ আলম (ব্যাংকার), শফিকুর রহমান কায়েস, গোলাম কিবরিয়া চৌধুরী খসরু, সোহারাব হোসেন চৌধুরী, সুদেব বড়ুয়া, রফিকুল ইসলাম, জুনাইদুল ইসলাম, লুৎফুল কবির, তৌফিকুল ইসলাম, মহসিন কামাল ও আরজু বড়ুয়া। বি:দ্র: বিশেষ কারণে সংযোজন কিংবা পরিবর্তন গ্রহণযোগ্য।