বার্তা পরিবেশকঃ

রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি গ্রামের বাসিন্দা মরহুম এডভোকেট গোলাম কবীর চৌধুরীর একমাত্র পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরী ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ১মে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮বছর। গত ১মে মঙ্গল বার রাত ১০ টায় ঢাকার ধানমন্ডিতে মরহুমের ১ম জানাযা ও ২মে বুধবার দুপুর ২টায় চট্টগ্রামের চাঁদগা আবাসিক এলাকার বি ব্লক জামে মসজিদে ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযায় সাবেক ও বর্তমান বিচারপতিসহ দেশের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। রামু নোনাছড়ি এলাকার এই কৃতি সন্তান তার কর্ম জীবনে এটর্নি জেনারেল এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও লেবার কোর্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাজনৈতিক মামলা প্রত্যাহার কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ২কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।