নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে ৪ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (২ মে) দুপুর ২টার দিকে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মো. নবীর হোসেনের ভাড়া বাসা থেকে এসব ইয়াবাগুলো জব্দ করা হয়।

আটক আনোয়ার পৌরসভাধীন দক্ষিণ জালিয়া পাড়ার মৃত আবুল কাসেমের ছেলে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ সার্কেল পরিদর্শক মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আনোয়ারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপার্দ করা হয়েছে।