সিবিএন:
কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলার প্রবীণ রাজনীতিবিদ উখিয়ার সিরাজুল হক বি.এ এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গুরুতর আহত হয়ে বুধবার পৌনে টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)।
জানা যায়, বুধবার বিকাল চার দিকে তিনি উখিয়ায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আগামীকাল আছরের নামাজের পর উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।