সিবিএন:
বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন একে এম ইকবাল বদরী। বুধবার সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন মোহাম্মদ আলী। পর পর দু’বার নির্বাচন ছাড়া কমিটি গঠনের পর এবার নির্বাচনের মাধ্যমে ইকবাল বদরী সভাপতি নির্বাচিত হলেন।
জানা গেছে, গত ২৮ এপ্রিল এক নির্বাচনের মাধ্যমে বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নয়জন জন্য সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দাতা সদস্য একজন, প্রতিষ্ঠাতা সদস্য একজন, অভিভাবক প্রতিনিধি সদস্য চারজন, মহিলা প্রতিনিধি একজন এবং শিক্ষক প্রতিনিধি দু’জন।
তথ্য মতে, নির্বাচিত সদস্যদের নিয়ে গতকাল বুধবার (২ মে) বিকালে সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ভোটে এগিয়ে গিয়ে সভাপতি নির্বাচিত হন ইকবাল বদরী।
এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা রতন বাবু জানান, ব্যালেটের মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেন। ভোটে ইকবাল বদরী সভাপতি নির্বাতি হয়েছেন। তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এদিকে বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজসে নানা ষড়যন্ত্রের মাধ্যমে গত দু’বার সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনা করা হয়েছিল। এই নিয়ে দীর্ঘ সময় ধরে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিলো। কিন্তু এবার অভিভাবক, সমবায় সমিতি, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের চাপের মুখে নির্বাচন দিতে বাধ্য হয়।