এম আবুহেনা সাগর, ঈদগাঁও:

ককসবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে অটোরিকসার ধাক্কায় এক শিক্ষকের শিশু পূত্র গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১লা মে সকাল এগারটার দিকে ঈদগাঁও বাজারে শ্রমিক সংগঠনের উদ্যোগে পহেলা মে দিবসের র‌্যালী দেখতে গিয়ে এই ঘটনা ঘটে। আহত শিশু ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র তাহমিদ রহমান নাবিল (৫)। সে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমানের পূত্র।

উল্লেখ্য যে, ঈদগাঁও বাজারের অলিগলিসহ বৃহত্তর এলাকার সড়ক উপসড়ক জুড়েই টমটম ও অটোরিকসার দাপট চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। অদক্ষ ও আনাড়ী চালকদের কারনে যত্রতত্র স্থানে ছোট বড় দূর্ঘটনা ঘটে চলছে। এমনকি তারা নিজেরাও জানে না কোনসময় কোনদিকে যানবাহন চালাতে হয়। এসব বিষয়ে আসলেই তারা সম্পূর্ণ অজ্ঞ বললেই চলে।