চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডে দুইটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করছেন মেয়র আলমগীর চৌধুরী।

এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বে বর্তমান পৌর পরিষদ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনগনের মাঝে শতভাগ নাগরিক সেবা নিশ্চিতে পরিকল্পিত উন্নয়নে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে মেয়র আলমগীর চৌধুরী সরকারের বিভিন্ন মন্ত্রানালয় ও বিভাগের সাথে সমন্বয় করে এবং বিশেষভাবে তদবির চালিয়ে চকরিয়া পৌরসভার উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করেছেন। বর্তমানে ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে অবশেষে মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বে স্বপ্নের মেগাসিটিতে রূপান্তর হচ্ছে চকরিয়া পৌরসভা।

নির্বাচিত হওয়ার পর গত দুইবছরে মেয়র আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে অন্তত ৫০ কোটি টাকার শতাধিক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছেন। বিশেষ করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নতুন রাস্তা নির্মাণ, কার্পেটিং সড়ক তৈরী, পুরাতন সড়ক সংস্কার, আধুনিকমানের ড্রেন নির্মাণ ও পৌরসভার কিচেন মার্কেটের আধুনিকায়নসহ অনেক গুলো প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। ইতোমধ্যে জনগুরুত্বপুর্ণ অনেক গুলো প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। চলতিবছর বাস্তবায়নধীন অবশিষ্ঠ সব উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলে নিশ্চিত করেছেন পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।

মেয়র আলমগীর চৌধুরীর একান্ত সহকারি শেফায়েত ওয়ারেসি বলেন, চলমান উন্নয়ন অগ্রযাত্রার অংশহিসেবে শনিবার (২৮ এপ্রিল) চকরিয়া পৌরসভার অর্থায়নে কোটি টাকা বরাদ্দের বিপরীতে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আকবরিয়া পাড়া জামে মসজিদ সড়ক, খামারপাড়া গণি কোম্পানি সড়ক ও খামারপাড়া মগপাড়া পুকুর হয়ে মগপাড়া পর্যন্ত সিসি সড়কসহ তিনটি সড়ক আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এ তিনটি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল কাদের শফি, চকরিয়া উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আলহাজ সেলিম উল্লাহ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি আমান উদ্দিন আমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াবুল হক, ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, শেফায়েত ওয়ারেসি।

অপরদিকে গতকাল ২৯ এপ্রিল চকরিয়া পৌরসভার অর্থায়নে ১নম্বর ওয়ার্ডের নুর বাপের পাড়া স্টেশন হতে নুর বাপের পাড়া জামে মসজিদ পর্যন্ত সিসি সড়ক ও বেতুয়াবাজার রাস্তা মাথা হতে ছাবেত পাড়া জামে মসজিদ পর্যন্ত সিসি সড়ক নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে। চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী উপস্থিত থেকে দুই সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। ওইসময় উপস্থিত ছিলেন পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মকছুদুল হক মধু, ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কবির হোসেন, ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজল কাদের, মেয়র আলমগীর চৌধুরীর একান্ত সহকারি এসএম সায়েম, শেফায়েত ওয়ারেসি। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে কাজের নিয়োজিত ঠিকাদার, এলাকার আলেম-ওলামা, সম্মানি ব্যক্তি ও সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।