ঢাবি প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড.হাসান মাহমুদ বলেছেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভাল। কারণ উনি আগে এক মহিলার হাত ধরে গাড়িতে উঠত আর নামত। পিজিতে উনি যেদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য আসলেন, সেদিন দেখলাম কারো সহায়তা ছাড়াই উনি গাড়ি থেকে নেমেছেন আর উঠেছেন।অতএব এতেই প্রমাণিত হয় বেগম জিয়ার শরীর – স্বাস্থ্যের অবস্থা আগের ভালো।সরকার তার চিকিৎসার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. হাসান মাহমুদ আরো বলেন,১৯৯১ সালের ২৯ এপ্রিল আমি চট্টগ্রাম শহরে ছিলাম।সারারাত বজ্রপাতের শব্দ শুনি। সকালে উঠে দেখি, রাস্তায় মানুষের লাশ আর লাশ। গাছের পাতা পর্যন্ত ছিন্নভিন্ন হয়ে গেছে।তখন আওয়ামীলীগের পক্ষ থেকে চট্টগ্রাম শহরে রিলিফ অফিস খোলা হয়েছিল।আমি সেই রিলিফ অফিসে দায়িত্ব পালন করেছি। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের উপ- প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বলেন, রাজনীতিবিদরা কথা দিয়ে কেউ কথা রাখে নি।শুধু মাত্র শেখ হাসিনাই কথা দিয়ে কথা রাখে।তিনি উপকূলীয় এলাকার মানুষের জন্য কাজ করেছেন।বিশেষ অতিথি মো: ইয়াহিয়া খান বলেন,১৯৯১ সালের সেই ঘূর্ণিঝড়ে আমি অসংখ্য আত্নীয়- স্বজন কে হারিয়েছি।তিনি মেরিন ড্রাইভের পরিধি সুন্দরবন পর্যন্ত বর্ধিত করার আহবান জানান।এতে পর্যটনের বিকাশ হবে।নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো: হারুনুজ্জামান ভুঁইয়া বলেন,সাপ যাকে কামড়ায় সে বুঝে সাপের কামড়ের ব্যথা কী জিনিস। তাই স্বজন হারানোর বেদনা কক্সবাজারবাসী কে এখনো তাড়িয়ে বেড়ায়।আমি কক্সবাজারে দায়িত্ব পালনকালে ঐ এলাকার মানুষের জন্য কাজ করার সৌভাগ্য হয়েছে।আজ বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে’ “২৯’এপ্রিল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের কো- চেয়ারম্যান এড. ফয়সাল সিদ্দিকীর সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব মো: আবুল হোসাইনের পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা, আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী ড. আনসারুল করিম,জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান,চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম।এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বারের আইনজীবী আব্দুল হামিদ,সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ ফখরুদ্দিন,চলচ্চিত্র নির্মাতা পারভেজ সিদ্দিকী, আইনজীবী এড.জুবেদা বেগম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল আহমদ,শহিদুল্লাহ,ঢাকা বারের আইনজীবী আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুমায়ুন,বোরহান,এস. এম. তানভীর ফাহিম,গালিব,শোয়াইব,ফজলুল হক,হাসনাইন প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোনাজাত করা হয়।