জালাল আহমদ, ঢাবি থেকে:

আমরা সকলে মিলে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে পারলে প্রতিবন্ধীরা সমাজ, দেশ এবং বৃহত্তর রাষ্ট্র সম্পদ হবে।প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ।তারা আমাদেরই ভাই- বোন।আল্লাহ তায়ালা চাইলে আমাদেরকেও প্রতিবন্ধী হিসেবে সমাজে পাঠাতে পারতেন।তাই আমরা যারা সুস্থ, তাদের উচিত প্রতিবন্ধীদের সেবায় নিজেকে উৎসর্গ করা,তাদের বিপদে আপদে এগিয়ে আসা।প্রতিবন্ধীদের চলাফেরা এবং পড়াশোনায় সার্বিক সহযোগিতা করা আমাদের দায়িত্ব।আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের হাবিব উল্লাহ কনফারেন্স হলে, Physically- challenged Development Foundation(PDF), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক “Leadership Training on inclusive society &scribe Award Ceremony 2018” শীর্ষক আয়োজিত এক নবীনবরণ ও দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি ঢাবির ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাজমুস সাকিব।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌহিদুল হকের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহ শাহেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি অধ্যাপক সি আর আবরার,অধ্যাপক মোশাররফ, তামিম মাহমুদ,ফাতিমাতুল বতুল,তাসনিম ফেরদৌস, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান কিরণ।

এ সময় উপস্থিত ছিলেন জালাল আহমদ, নুর হোসেন ইমন, বাদল হাজং, মালিহা , রেজওয়ানা রশীদ রিয়া প্রমুখ।

অনুষ্ঠানে নবীন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী উপস্থিত।