মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িসহ দেশের ১৩টি জেলায় ম্যালেরিযা রোগীর সংখ্যা ২৯ হাজার ২৪৭ জন। এর মধ্যে বান্দরবানেরই ১৭ হাজার ৪৯২ জন। এছাড়া জেলার ৭ উপজেলার মধ্যে লামা, আলীকদম ও থানছি -এ তিন উপজেলা সর্বাধিক ম্যালেরিয়া ঝুঁকিতে আছে। তাই ঘাতক ব্যাধি ম্যালেরিয়া প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ কর্মচারীদের পাশাপাশি এলাকাবাসীকে সর্বাধিক সক্রিয় ভুমিকা পালন করতে হবে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব ম্যালেরিয়া দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি। এতে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীন্দ্র মোহন মন্ডল, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া বিশেষ অতিথি ছিলেন। এ সময় ব্র্যাক ও এনজেড একতার স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে ‘ম্যালেরিয়া নির্মুলে প্রস্তুত আমরা’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই দিন আলীকদম উপজেলায়ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়।