শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের জালালাবাদে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল মা। তার মাতলামি ও অত্যচারে অতিষ্ঠ হয়ে ইউএনও বরাবর অভিযোগ দায়ের করলে ২৪ এপ্রিল সকালে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বসত বাড়ি থেকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ব্যক্তি আবদুর রহিম খসাই(২৮) জালালাবাদ সওদাগর পাড়ার রমজান আলীর ছেলে। পুলিশ সূত্র জানা যায়,গ্রেফতারকৃত আবদুর রহিম দীর্ঘদিন ধরে মাদক সেবন করত।সেবন করে পরিবারের সদস্যদের গালিগালাজ, মারধরসহ বাড়ির আসবাবপত্র চুরি করে বিক্রি করে দিত।তার অত্যচারে অতিষ্ঠ হয়ে মা মায়মুনা আক্তার বাদী হয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে তাকে আটকের জন্য ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে নির্দেশ দেন।এ দিন সকাল ১১ টায় ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নির্দেশে সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দীন অভিযান চালিয়ে আটক পরবর্তী ইউএনওর কাছে সোপর্দ করে।একইদিন বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন অধ্যাদেশ ২২(খ) অনুবলে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ নোমান হোসেন।