ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ২ পলাতক আসামীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। ২২ এপ্রিল (রবিবার) রাত সাড়ে ১১ টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌসের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ষ্টীমারঘাট এলাকায় অভিযান চালিয়ে মৃত আবদুল হাকিমের ছেলে মোঃ এনাম (৪৫) ও একই এলাকার শাকিল প্রকাশ শাকিল্লার স্ত্রী কোহিনুর (২৮) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের বাড়ি তল্লাশী চালিয়ে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

অপর দিকে একইদিনে (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ ধূরুং ইউনিয়নের ধূরুং কাঁচা এলাকায় অভিযান চালিয়ে চি‎হ্নিত মাদক ব্যবসায়ী একই ইউনিয়নের নুরার পাড়া (৯নং ওয়ার্ড) গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে রমজান আলী (৪৫) কে ৮৭ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ।

এছাড়া কৈয়ারবিল ইউনিয়নের রোড পাড়ায় অভিযান চালিয়ে কবির হেসেনের ছেলে শাহাদত হোসেন (২৫) ও আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন (২৫) নামে নিয়মিত মামলার ২ পলাতক আসামীকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।