প্রেস বিজ্ঞপ্তি :
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাবেক আহবায়ক ও জেলা যুব ইউনিয়নের সাবেক সহ সভাপতি বাবুল রুদ্র (৫৫) আর নেই।
রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বাবুল রুদ্র দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে ভুগছিলেন। কক্সাবাজার শহরের ঘোনারপাড়া নিবাসী বাবুল রুদ্র স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন। রোববার রাত ৮ টার দিকে কক্সবাজার কেন্দ্রিয় হিন্দু শ্মশানে তার শেষ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
এদিকে সাবেক ছাত্রনেতা ও সাবেক যুবনেতা বাবুল রুদ্রের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি পাঠিয়েছেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক সমীর পাল, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন রায় চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অনিল দত্ত, করিম উল্লাহ, সাবেক ছাত্রনেতা রিপন বড়ুয়া অর্ণব, জেলা যুব ইউনিনের সভাপতি শংকর বড়ুয়া রুমি, সহ সভাপতি ইলিয়াছ মো. বেঙ্গল ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার মার্টিন, সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ শহীদ, মনির মোবারক, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পণ বড়ুয়া ও সাধারণ সম্পাদক পাভেল দাশ প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত বাবুল রুদ্রের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্য জন্য গভীর সমবেদনা জানান।