সংবাদ বিজ্ঞপ্তি :
আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে নালার উপর থেকে অবৈধ দোকান অপসারণ, যাতায়াত দুর্ভোগ লাঘব ও পানি নিষ্কাশনে ড্রেইন সংস্কারের দাবিতে জরুরী সভা করেছে বৃহত্তর টেকপাড়াবাসী। গত ২০ এপ্রিল রাত ৯টায় বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির নিজস্ব কার্যালয়ে সমাজ কমিটির সভাপতি গোলাম মাওলা বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল হক, বৃহত্তর টেকপাড়া সমাজ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলম, সহ সভাপতি মোহাম্মদ রফিক, নির্বাহী সদস্য ছৈয়দুর রহমান ছৈয়দ, নির্বাহী সদস্য আবদুল জব্বার জাহাঙ্গীর, সমাজ সেবক এইচ,এম হেলাল উদ্দিন, আলহাজ্ব মোঃ আবদুর রহিম ও নুরুল আলম। সভায় বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতে হাটু পরিমাণ পানির নিচে চলে যায় টেকপাড়ার নিম্নাঞ্চল। বিশেষ করে টেকপাড়া জনতা সড়ক, মাঝের ঘাট সড়ক, টেকপাড়া প্রাইমারী স্কুল রোড, কাজী অফিস সড়কের অবস্থা বেহালদশা হয়ে পড়ে। এতে জনতা সড়কে আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠ, বায়তুশ শরফ জামে মসজিদ ও টেকপাড়া মসজিদ এবং প্রাইমারী স্কুলের শিক্ষার্থী, মুসল্লীসহ প্রায় ৫ হাজার জনগণ চরম দুর্ভোগে পড়ে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বর্ষা মৌসুমের আগেই নালার উপরে নির্মিত অবৈধ দোকান অপসারণ ও পানি নিষ্কাশনে ড্রেইন গুলোর সংস্কার জরুরী। এ জন্য এলাকাবাসী কক্সবাজার পৌরসভার জরুরী হস্তক্ষেপ কামনা করেন। বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সাধারণ সম্পাদক সামশুল আলম কেলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আবদুল হালিম, এড. জাহেদ নেওয়াজ, সাহাব উদ্দিন সওদাগর, আবদুল্লাহ আল ফারুক ডালিম, ওসমান সওদাগর, মনোয়ার সওদাগর, কামাল সওদাগর, হাজী আবদুল খালেক, মুহাম্মদ মুরাদ, রমজান, কামাল, টিপু আবদু সালাম, আবদুল ফরিদ, রউফ নেওয়াজ ভুট্টু, কামরুল হাসান সোহাগ, আবদুল্লাহ আল মামুন রিয়াদ, শাহ নেওয়াজ প্রমূখ।