প্রেস বিজ্ঞপ্তি :

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সহ-সভাপতি, রামু চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইনের পিতা, রামু চাকমারকুল আলী হোসাইন সিকদার পাড়ার বিশিষ্ট মুরুব্বী জনাব আবুল হোসাইন (৭০) গত ২০এপ্রিল, জুমাবার, রাত ৮ টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২১ এপ্রিল ( শনিবার) সকাল সাড়ে ১০টায় আলী হোসাইন সিকদার পাড়া কবরস্থান সংলগ্ন মাঠে নামাজে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন, মরহুমের ছেলে মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতা করেন, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাফেজ আব্দুল গফুর, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ

আব্দুল হক, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম, মরহুমের নিকটাত্মীয় জাফর আলম, চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির, তরুণ সমাজকর্মী আহমদ ছৈয়দ ফরমান প্রমুখ ।

এছাড়াও নামাজে জানাযায় জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর কেরাত বিভাগীয় প্রধান মাওলানা কারী জহিরুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, রামু মাজহারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হারুন, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, বিশিষ্ট আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক তৌহিদী জনতা শরীক হন।

এদিকে ইসলামী ছাত্রসমাজের সাবেক দায়িত্বশীল, বিশিষ্ট মুরুব্বী আবুল হোসাইনের ইন্তেকালে গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদুল হক, কক্সবাজার শহর সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ মক্কী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামিদ, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, চাকমারকুল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ অলিউল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জুনাইদ প্রমুখ।

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।