প্রেস বিজ্ঞপ্তি :

বায়ান্নের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া, এদেশের লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২৬ এপ্রিল। সংগ্রাম ও গৌরবের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাবেক নেতৃবৃন্দের এক পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে। ২৬ এপ্রিল, ২০১৮ বৃহস্পতিবার কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে। উক্ত পূর্ণমিলনীতে কক্সবাজারে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন হতে যারা ছাত্র ইউনিয়নের নীল পতাকা রাজপথে লড়াই সংগ্রামের সাথে যুক্ত ছিলেন সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাবেক সভাপতি শংকর বড়–য়া রুমি ও শহীদুল্লাহ শহীদ।