রিয়াজ উদ্দিন,পেকুয়া:
পেকুয়ায় মগনামায় গেলেন সমাজকল্যান মন্ত্রী রাশেদ খান মেনন। ২০ এপ্রিল দুপুর ১২ টার দিকে তিনি উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা কুমপাড়ায় পৌছেন। এ সময় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কায়সার আলমের বাড়িতে যান। দুপুরে তার বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশ নেয়। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক আহমদ, ওয়ার্কাস পার্টি পলিট ব্যুরো সদস্য হাজী বশিরুল আলম, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, ইউএনও মাহাবুব উল করিম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবুল কাসেম, উজানটিয়ার চেয়ারম্যান এম,শহিদুল ইসলাম চৌধুরী, মগনামার চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, জাপার পেকুয়ার সভাপতি মাহাবুব ছিদ্দিকী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিডিআর(অব:), পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খানসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্কাস পার্টি কক্সবাজার জেলা, চকরিয়া ও পেকুয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সরকারের সমাজকল্যান মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি প্রায় ১ ঘন্টার কিছু বেশী সময় সেখানে অবস্থান নেয়। এ দিকে বাম রাজনীতির উপমহাদেশের অন্যতম পুরোধা বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান রাশেদ খান মেনন এমপির সং্িক্ষপ্ত এ সফরে পেকুয়ায় মটকাভাঙ্গা গ্রামে মানুষের মধ্যে ব্যাপক সাড়া মেলে। তারা এক নজরে মন্ত্রীকে দেখতে কুমপাড়ায় যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্রগ্রাম জেলা যুব মৈত্রীর সভাপতি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা সদস্য কায়সার আলমের বাড়িতে দুপুরের জড়ো হয়। মন্ত্রীর এ সফরকে ঘিরে প্রশাসন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। ওই দিন দুপুরে যুব মৈত্রীর কেন্দ্রীয় নেতা কায়সার আলমের পৈত্রিক বাড়ি কুমপাড়ায় মধ্যাহ্নভোজে অংশ নেয় মন্ত্রী। দুপুর দেড়টার দিকে তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সুত্র জানায়, ওই দিন দুপুর ২ টায় ওয়ার্কাস পার্টি এক সমাবেশ আহবান করে। চকরিয়া বিজয় মঞ্চ চত্তরে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কাস পার্টির সভাপতি ও সরকারের সমাজকল্যান মন্ত্রী রাশেদ খান মেনন। সমাবেশের আগে তিনি সড়কপথে চট্রগ্রাম থেকে রওয়ানা দেয়। দুপুরের দিকে পেকুয়ায় পৌছে। যুব মৈত্রী কেন্দ্রীয় নেতার পিতা মটকাভাঙ্গা এলাকার ডা: মোক্তার আহমদের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেয়।