মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
হালদা নদীতে ডিম ছেড়ে মা-মাছ। কয়েক অপেক্ষা করার পর অবশেষে ডিম সংগ্রহ করতে পেরে খুশি হয়েছে হালদার পাড়ের পরিবার গুলো। (১৯ এপ্রিল) দিন গত রাত দেড়টার দিকে ডিম ছেড়েছে। সারারাত নদীর সব জায়গায় ডিম সংগ্রহকারীরা নৌকা নিয়ে অপেক্ষা করছিল। এবার রেকড পরিমান ডিম ছেড়েছে মা-মাছ। ২২ হাজার ৬ শত ৮০ কেজি।রাউজান হাটহাজারী সীমান্তে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ডিম সংগ্রহ করেছে। হাটহাজারী রাউজান সীমান্তে ডিম সংগ্রহকারীরা জানান, গত বছরের চেয়ে এবছর তারা বেশি ডিম সংগ্রহ করতে পেরেছেন। গড়দুয়ারা থেকে মাদার্শা পর্যন্ত নৌকা আর নৌকা। গত ১০ বছরের চেয়েও রেকড় পরিমান নৌকা আর ডিম সংগ্রহকারী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও হালদা নদীর উপর গবেষক মনজুরুল কিবরিয়া সাথে মুঠো ফোনো আলাপকালে তিনি বলেন, মা-মাছ ডিম ছেড়েছে ১৯ এপ্রিল দিনগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে। এবার সব চেয়ে বেশি ডিম ছেড়েছে বলে তিনি উল্লেখ্য করেন গত ১০ বছরে ছেয়েও এ বছর রেকড পরিমান ডিম সংগ্রহ করেছে নদী থেকে। প্রায় সাড়ে চার শত ৫টি নৌকা করে প্রায় ৮ শত জন ডিম সংগ্রহকারী নদীতে ডিম সংগ্রহ করেছে। এবার ৪০৫টি নৌকা প্রতি নৌকায় এক বাল্টি করে ডিম সংগ্রহ করেছে যার পরিমান প্রতি নৌকায় ১৬কেজি। মা মাছ সাধারণ এপ্রিল-মে-জুন মাসের মধ্যে ডিম ছাড়ে। ডিম ছাড়ার বিষয়টি অমাবস্যা ও পূর্ণিমার উপর নির্ভর করে থাকে। যেহেতু এখন পূর্ণিমার জোয়ার শুরু হয়েছে সেহেতু সার্বিক দিক বিবেচনা করে রেণু পোনা ছাড়ার জন্য এটি উপযুক্ত সময়।