মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও :
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাছান ও উজানটিয়ার এ.এস সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের যোগসাজসে মোটা অংকের টাকার বিনিময়ে মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনের অভিযোগ তুলে অভিভাবক, প্রতিষ্ঠাতা ও এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আবু সায়েদ, এম. মিজবাহ উদ্দীন চৌধুরী, আবু জায়েদ, এনামুল হক ও কামাল হোসেনের স্বাক্ষরে ১৭ এপ্রিল কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে প্রকাশ পেকুয়া মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিসে বসে মোটা অংকের টাকার বিনিময়ে তপশীল বিহীন ভূঁয়া অভিভাবক ও ভোটার তালিকায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিসে কয়েকবার যোগাযোগ করলে তিনি প্রিসাইডিং অফিসার নিয়োগের কোন চিঠি আসেনি বলে স্পষ্ট জানিয়ে দেন। মোবাইলে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি বারবার অস্বীকারের বিষয়টি তাদের মোবাইলে এখনো রেকর্ড রয়েছে। অথচ ১২ এপ্রিল ভূঁয়া কমিটির বিষয়টি জানাজানি হলে তার কার্যালয়ে বর্ণিত অভিযোগকারীরা যোগাযোগ করলে তিনি কমিটি হয়ে গেছে বলে। আইন লঙ্ঘন করায় তাকে কমিটি বাতিল করতে বলা হলেও তিনি নাকচ করে দেন। এক পর্যায়ে তার স্বাক্ষরিত স্বারকের কমিটির তালিকায় আলিম স্তরের নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদ্বয় যথাক্রমে জাকের উল্লাহ (ভোটার নং ৩৮৪) ও জয়নাল আবেদীন (ভোটার নং ২৯) ভূঁয়া। তাদের কোন সন্তান আলিম ও দাখিলে লেখাপড়া করে না। এছাড়া দাতা সদস্য জাফর আহমদ ও আলিম স্তরের শিক্ষক প্রতিনিধি মুসা কাজেম, গভর্নিং বড়ি প্রবিধানমালা ১১গ মোতাবেক তাদের মনোনয়নও অবৈধ। প্রিসাইডিং অফিসার সব পদে গোপনীয়তার আশ্রয় নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতা ও ভুঁয়া ভোটান তালিকার মাধ্যমে গোপনে মনোনয়ন দিয়ে আইন লংঘনের বিষয়টি প্রকাশ পেলে উক্ত স্মারকে উল্লেখিত ভূঁয়া তালিকার ভিত্তিতে গঠিত কমিটি বাতিল না করে নিজেকে রক্ষা করার জন্য গোপনে আবারো জালিয়াতির মাধ্যমে কমিটিতে উল্লেখিত তালিকায় অবৈধ পরিবর্তন এনে সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করে অন্যভাবে বৈধতা দেওয়ার পায়তারা করছে। এহেন পরিস্থিতিতে উল্লেখিত ব্যক্তিরা স্বচ্চ ভোটার তালিকাসহ প্রকাশ্যে তপশীল ঘোষণার মাধ্যমে অভিভাবকের প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ দান কল্পে অবৈধ কমিটি বাতিল করে নতুন প্রিসাইডিং অফিসার নিয়োগের আবেদন জানাচ্ছেন। আবেদনের অনুলিপি চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ড, উপজেলা নির্বাহী অফিসার পেকুয়া ও মাধ্যমিক শিক্ষা অফিসার পেকুয়া বরাবরে প্রেরণ করেছেন বলে এ প্রতিবেদককে জানান।