ডেস্ক নিউজ:
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক কয়েদির মৃত্যু হয়েছে। আটদিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে মনু মিয়া (৩২) নামের ওই কয়েদির মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
মনু মিয়া কক্সবাজারের বৈদ্য ঘোনার বাসিন্দা নুর আহমদের ছেলে।
এএসআই আলাউদ্দিন জানান, মনু মিয়া দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। অসুস্থতার জন্য গত ১০ এপ্রিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে কক্সবাজার কারাগার থেকে মনুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। “মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।