তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে হাজারা বিবি (৩৭) নামে এক নারী যাত্রীর ব্যাগ তল্লাশী করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। বুধবার রাতে নগরীর খুলশী থানার গরিবুল্লাহ শাহ মাজারের শ্যামলী বাস কাউন্টার থেকে তাকে আটক করা হয়।
র্যাবের সিনিয়র এএসপি শাহেদা বলেন, হাজেরা বিবি একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন থেকে এ ব্যবসায় জড়িত রয়েছে। তিনি বলেন, গোপন সংবাদে খবর পেয়ে ওই সময় র্যাবের একটি টিম গরিব উল্লাহ শাহ মাজারের আশপাশে অবস্থান নেয়। তারপর শ্যামলী বাস কাউন্টার এলাকায় নজরদারি বাড়ানো হয়। এক পর্যায়ে একজন নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় চ্যালেঞ্জ করা হয়। তার ট্রাভেল ব্যাগের সব কাপড়-চোপড় বের করার পর খালি ব্যাগের ওজন বেশি মনে হয়। তখন ব্যাগের রেকসিনের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।