জাহাঙ্গীর আলম, ইনানী:
উখিয়া উপজেলার ইনানী চেনছড়ি মেরিন ড্রাইভ রোড় এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ জুবাইর (২৬) নামে মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি রামুর নুনাছড়ি এলাকার মাওলানা রফিকের ছেলে এবং একটি বেসরকারী সংস্থার কর্মী বলে প্রাথমিক খবরে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল আরোহীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, টেকনাফমুখি মোটরসাইকেলকে কক্সবাজারমুখি প্রাইভেট কার (ল্যান্ডক্রুজার নং- ঢাকা মেট্রো ঠ-১১-৯৭৩১) ধাক্কায় দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনা কবলিত গাড়ী দু’টি সড়ক থেকে ছিটকে পড়ে যায়। ঘটনার জন্য ল্যান্ডক্রুজারকে দোষছে প্রত্যক্ষদর্শীরা। ঘাতক গাড়ীটির চালকসহ যাত্রীরা পালিয়ে গেছে। উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার বিষয়ে আবগত হলেও বিস্তারিত জানাতে পারেননি।