সিবিএন:
মহেশখালী থেকে বিপুল পরিমাণ চোরাই সার জব্দ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। বৃহস্পতিবার রাতে উপজেলার হোয়ানক থেকে এসব সার জব্দ করা হয় হয়।

মহেশখালীস্থ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইউনুচ আজিম জানান, দীর্ঘদিন থেকে চোরাই সারের ব্যবসা করে করে আসছিল হোয়ানকের সার ডিলার লোকমান হাকিম। বিপুল চোরাই সার মজুদ করার সংবাদে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার মালিকানাধীন মেসার্স লোকমান ট্রেডার্সে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।

অভিযানকালে তার দোকানে মজুদ করা অবস্থায় ৩৪ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। রাতেই এসব সার জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, সরকারি ডিলারের আড়ালে এমন জঘন্য কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে আগেও মামলা দায়ের হয়েছিল। যা বিচারাধীন আছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।