জহির খন্দকার, ঈদগড়:
ঈদগাঁও সড়কের পানেরছড়া ঢালা থেকে অপহৃত দুইজনের মধ্য থেকে মো: লেদু মিয়া নামে একজন শুক্রবার সকালে কৌশলে পালিয়ে এসেছে।
সে ঈদগড় বড়বিল গ্রামের আমির হামজার ছেলে।
পালিয়ে আসা মো: লেদু মিয়া জানায়, অপহৃত দুইজনকে বিছানার মধ্যে রেখে অপহরণকারীরা ঘুমিয়ে পড়ে। তাদের দুইজনেরই হাত বাঁধা ছিল। অপহরণাকীদের সদস্য সংখ্যা ১০ জন।প্রত্যেক জনের হাতে অস্ত্র রয়েছে।
সে আরো জানায়, দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে কৌশলে ভোমরিয়াঘোনার পাহাড়ে চলে আসে।
ওই এলাকার এক কাঠুরিয়ারা তাকে পেয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পের এ এস আই মোরশেদ আলমকে জানালে সে পুলিশসহ পাহাড়ের ভিতর গিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়।
১ মার্চ দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঈদগড়-ঈদগাঁও সড়কের পানেরছড়া ঢালায় ভাঙ্গনকৃত স্থান থেকে তাদের অপহরণ করা হয়। এরপর তাদের কাছ থেকে ৪ লাখ টাকা দাবী করে অপহরণকারীরা।
তার সাথে আরেকজন যাকে অপহরন করা হয়েছে তার বাড়ী চকরিয়ার খুটাখালী।
সে ঈদগড় আত্নীয়ের বাড়ীতে বেড়াতে যাচ্ছিল।
অপহৃত মো:লেদু মিয়া কৌশলে পালিয়ে আসার বিষয়টি এ এস আই মোরশেদ আলম সিবিএনকে নিশ্চিত করেছেন।