জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা
এম.এ আজিজ রাসেল
কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, অল্প সময়ে এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আগমন বাংলাদেশের জন্য ব্যাপক আর্থ-সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা সমস্যার একটি টেকসই ও ন্যায্য সমাধান চাই। পাশাপাশি মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে সরকার বহুপাক্ষিক কূটনৈতিক উদ্যোগও গ্রহণ করেছে। এর ফলে বিভিন্ন দেশ এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেছে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তাদের অধিকার প্রতিষ্ঠায় মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। রোহিঙ্গাদের কারণে ক্ষয়ক্ষতি হতে উত্তরণের জন্য বাংলাদেশ সরকার এবং জাতিসংঘসহ অন্যান্য উন্নয়ন অংশীজনের সহায়তায় স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদে প্রয়োজনীয় পদক্ষেপ প্রহণ করা হচ্ছে। মিয়ানমার সেনাবাহিনী নো ম্যান্ডস ল্যান্ডে প্রবেশ করে আন্তর্জাতিক আইন লঙঘন করেছে। প্রত্যাবাসন চুক্তি নস্যাৎ করতে তারা এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু তাদের কোন উসকানি সফল হবে না। সরকার শান্তিপূর্ণভাবে সব পরিস্থিতি সামাল দেবে। সভায় জানানো হয়, গত ২ মাসে মাদক ও অপরাধের হার অনেকাংশে কমেছে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন, ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন, সিভিল সার্জন ডা: আবদুস ছালাম, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার মোঃ শাহজাহান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক, সদর উপজেলার চেয়ারম্যান জিএম রহীমুল্লাহ, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াসহ জনপ্রতিনিধি, রাজনীতিক, পদস্থ কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ। এর আগে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।