আমান উল্লাহ, টেকনাফ :
টেকনাফ স্থল বন্দরে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মিয়ানমার থেকে আসা পন্যবাহী একটি ট্রলার থেকে মালামাল আনলোড করতে গিয়ে ওই শ্রমিকের এ মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, ১ মার্চ বৃহস্পতিবার বিকালের দিকে মিয়ানমার থেকে আসা চাউল বোঝাই একটি ট্রলার থেকে মালামাল আনলোড করার সময় ট্রলারটি ডুবে যায়। এতে ওই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।
টেকনাফ স্থল বন্দরস্থ ইউনাইটেড ল্যান্ডপোর্টের ব্যবস্থাপক জসিম উদ্দিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি শ্রমিকের মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে ৭ টায় জানান, এপর্যন্ত নিহত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো জানান, ডুবে যাওয়া ট্রলারটি টেকনাফের বিছমিল্লাহ রাইচমিলের মালিকের পণ্য ছিলো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।