সিবিএন:
কক্সবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে মাদকের বিরুদ্ধে অভিযান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
জেলা তথ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, জেলা অওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ।
এ সময় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমেন মন্ডলসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গঠন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
মাদকের বিরুদ্ধে তথ্য অভিযান বিষয়ে মতবিনিময়
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে