হাাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফের হ্নীলায় ৫ম শ্রেণীতে পড়ুয়া আমিনা আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে ২৭ ফেব্রুয়ারী টেকনাফ মডেল থানায় একটি জিডি করা হয়েছে।

নিখোঁজ স্কুল ছাত্রীর পারিবারিক সুত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হ্নীলা দক্ষিণ লেদা গ্রামের আমান উল্লাহর মেয়ে এনজিও সংস্থা পরিচালিত মোচনী উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী আমিনা আক্তার (১৩) নানার বাড়ি হতে নিখোঁজ হয়ে যায়। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, মুখমন্ডলের গড়ন লম্বা, পরনে লাল থ্রিপিস, চুল মিডিয়াম, স্বাস্থ্য হালকা-পাতলা ও আঞ্চলিক ভাষায় কথা বলে। আমিনা আক্তারের পরিবার মেয়েটির কোন ধরনের খোঁজ না পেয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজ করার পরও সন্ধান না পেয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং-১৩০৭/২৭-২-২০১৮ ইংরেজী। অপরদিকে স্থানীয় সুত্রে জানা গেছে, পারিবারিকভাবে গরীব হলেও সুদর্শন হওয়ায় কারও প্রেমের টানে হয়তো মেয়েটি গা ঢাকা দিয়েছে। মাঝে-মধ্যে অপরিচিত মুঠোফোন থেকে কল আসত।