এম.আলী হোসেন ,চকরিয়া:
চকরিয়া কোনাখালীতে মরিচ ক্ষেতের জমি বর্গা চাষ করাকে কেন্দ্র করে হামলায় কৃষক সহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল ২৮ ফেব্রুয়ারী সকাল ৯ টার দিকে পুরুত্যাখালী খন্যারকুম এলাকার মরিচ ক্ষেতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বি এম চর ইউনিয়নের পূর্ব ষ্টেশন পাড়া এলাকার মোস্তফা কামালের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), পুত্র রুবেল (১৩), আক্তার আহমদের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার মৃত আলী মিয়ার পুত্র কৃষক আব্দুল কাদের (৩০), তাদেরকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়। তাদের মধ্যে মনোয়ারা বেগম গুরুতর আহত হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক আব্দুল কাদের চলতি মৌসুমে মরিচ চাষ করার জন্য শাশুর বাড়ির পার্শ্ববতী বিলে ভাল ফসল ফলার উদ্দেশ্যে কোনাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড পুরুত্যাখালী এলাকার শামশুল আলমের পুত্র রুহুল কাদের থেকে ৫ মাস পূর্বে মরিচ চাষাবাদ করার জন্য ৪০ শতক জমি বর্গা লাগিয়ত নিয়ে মরিচ চাষ করে । এরপর থেকে জমির মালিকের সাথে কৃষকের চুক্তিমত না হওয়ায় বিরোধ চলে আসছিল এরই জের ধরে কৃষক আব্দুল কাদের বাদী হয়ে চকরিয়া থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগটির বিষয়ে স্থানীয় চেয়ারম্যান,মেম্বার সহ গন্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যস্থতায় বিরোধটি আপোষ মিমাংসার সিদ্ধান্ত হলে কৃষক আব্দুল কাদের মরিচ খেতে লোকজন পাটালেই জমির মালিক রুহুল কাদের তার ভাইদের সাথে নিয়ে হামলা করে মরিচ খেত নষ্ট করে দেয় । এ সময় আব্দুল কাদেরের শাশুরীসহ ৩জনকে আহত করে। ঘটনার সংবাদ পেয়ে কৃষক কাদের মটর সাইকেল যোগে ঘটনা স্থলে গেলে তাকেও আহত পূর্বক নগদ টাকা,মোবাইল,মটর সাইকেল ছিনিয়ে নেয়। এঘটনায় আব্দুল কাদের বাদী হয়ে রুহুল কাদের ও তার ভাই নুরুল কাদের,নুরুল আমিন,নুরুল আবছার,নুরুচ্ছফা,মোঃ ইলিয়াছসহ আর ৪/৫ জন আছে বলে চকরিয়া থানায় একটি এজেহার দায়েরে করেন। এই ঘটনার পর পর গুপনে রহুল কাদের বিদেশপাড়ী দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানায়। আহত কৃষক আব্দুল কাদের থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।