মুহাম্মদ গিয়াস উদ্দিন ,পেকুয়া :
পেকুয়া উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারস্থ জনতা ব্যাংকের পাশের সড়কে একটি আবাসিক ভবন থেকে বাথরুমের ময়লাযুক্ত পানি পড়ছে সড়কেই। আর তা জমে প্রকট দূর্গন্ধ ছড়াচ্ছে। ফলে আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। গত কয়েকদিন ধরে ময়লাযুক্ত পানি জমে সড়কে দূর্গন্ধ ছড়ালেও থাকলেও সংশ্লিষ্ট ভবন মালিক, ভাড়াটিয়া ও জনপ্রতিনিধিরা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। অথচ ওই সড়ক দিয়ে প্রতিনিয়তই আদর্শ শিশু নিকেতনের বহু শিক্ষার্থী ও পেকুয়া মেডিকেল সেন্টারে ডাক্তার দেখাতে রোগীসহ সর্বসাধারন যাতায়াত করছে। পেকুয়া বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, জনতা ব্যাংকের পাশের সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিনিয়তই বহু পথচারী যাতায়াত করে। বাথরুমের পানি ভবনের ২য় তলা থেকে প্রতিনিয়তই নিচে সড়কেই পড়ছে। ফলে এ জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে স্থানীয় জন সাধারন, শিক্ষার্থী ও পেকুয়া মেডিকেল সেন্টারে আগত রোগীরা চরম দূর্ভোগ পোহাচ্ছে। গতকাল ২৮ ফেব্রেুয়ারী সকালে এ প্রতিবেদক সরেজমিনে গিয়ে এর সত্যতাও মিলেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।