এম আর মাহবুব:
জাতিসংঘের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা। জাতিসংঘ বলছে রোহিঙ্গারা বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত এবং ভাগ্য বিড়ম্বিত সম্প্রদায়। অথচ এক সময় এরাই ছিল স্বাধীন আরাকান রাজ্যের মুসলিম সংস্কৃতি ও ইতিহাসের ধারক-বাহক। কালের আবর্তে মিয়ানমার সরকার ও সেনারা মিলে মিথ্যা অজুহাতে রোহিঙ্গা নিশ্চিহ্নের ষড়যন্ত্রে মেতে উঠে বারবার। সর্বশেষ-২০১৭ সালের আগষ্টের শেষদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞে মেতে উঠে বর্বর মিয়ানমার সামরিক জান্তা।
তারা হত্যাযজ্ঞ ও নারীদের গণধর্ষন করেই কান্ত হয়নি, রোহিঙ্গাদের ঘর-বাড়ি, ব্যবসা-বাণিজ্য, সহায়-সম্বল জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। যা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১০ লাখ রোহিঙ্গা। সম-সাময়িক বিশ্ব-বিবেককে হতবাক করে দেয়া এই নির্যাতিত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্টীর ইতিহাস, ঐতিহ্য, হাসি-কান্না, সীমাহীন নির্যাতন ও বোবা কষ্টকে ইতিহাস জাগানিয়া লেখক, বিশিষ্ট আইনজীবী ইনামুল কবির তাঁর লেখা ‘শতাব্দীর ট্রাজেডী রোহিঙ্গা মুসলিম’ নামক বইটিতে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন।
বইটি পাঠ করে ইতিহাস- ঐতিহ্যের ভাগিদার সীমাহীন নির্যাতনের শিকার রোহিঙ্গাদের ব্যাপারে পাঠক সম্যক ধারণা পাবেন। লেখকের লিখনী বিশ্ব বিবেকের সাধুবাদ পাওয়ার যোগ্য। ইতিহাসবিদ লেখক বইটি ঊৎসর্গ করেছেন তাসফিয়া আফসারা সাহিফাকে। বইটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। এর আগে লেখকের অন্যান্য বই গুলো হলো জীবনী গ্রন্থ ‘মাদার তেরেসা’, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।