সিবিএন : কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য, (ডিডিসি, প্রতিমন্ত্রী মর্যাদা, বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন সমন্বয়কারী) রশিদ মিয়া বিএ ইন্তেকাল করায় মহেশখালী উপজেলা বিএনপি পরিবার গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-রামুর সাবেক এমপি লুৎফুর রহমান কাজল , কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী , সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না ।
নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠা লগ্নে ও বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন , রশিদ মিয়ার মৃত্যুতে কক্সবাজারবাসী একজন নেতাকে হারাল । নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।